1. admin@sangbadsangram.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলছড়ি জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হামিদুর রহমান। সড়ক দুর্ঘটনায় পা হারালেন একমি ফার্মাসিটিক্যাল কোম্পানি কুমারখালী প্রতিনিধি। ছাত্র-জনতার গন-আন্দোলনের  থিমে সাজছে এবারের বানিজ্য মেলা । ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ। কালিগঞ্জে বিএনপি’র নতুন অফিস উদ্বোধনে বিএনপি নেতা মোঃ মকবুল হোসেন বকুল রানার শুভেচ্ছা বার্তা। কালিগঞ্জে বিএনপি র, উপজেলা, পৌরসভা, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন। রূপগঞ্জে কর্মহীন যুবদের আত্মকর্মসংস্থানে আয়বর্ধকমূলক প্রশিক্ষণ। ঘোড়াঘাটে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন। তাবলীগ জামাতের কর্মীদের উপর সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে  রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ  রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় অগ্নিকান্ড

ছাত্র-জনতার গন-আন্দোলনের  থিমে সাজছে এবারের বানিজ্য মেলা ।

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

মিজানুর রহমান (স্টাফ রিপোর্টার ) :

ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২৫
 আগামী  ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে।চতুর্থ বারের মতো  রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে (বিবিসি এফইসি)বানিজ্য মেলার স্হায়ী ভবনে আয়োজন করা হচ্ছে। এবারের মেলার মূল আকর্ষণ প্রবেশ গেইটে গত  জুলাই আগষ্টে ছাত্র -জনতার গণ- আন্দোলনের থিম থকবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো(ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এবিষয়ে ইপিবির সহকারী পরিচালক ও বানিজ্য মেলার সহকারী পরিচালক আবুহাসান বলেন, ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা শুরু হবে। 
প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইইনূস সকাল ১০টায় মেলা প্রাঙ্গণে সশরীরে উপস্থিত থেকে  মেলা উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন। প্রতিবছরই আন্তর্জাতিক বানিজ্য মেলায় নতুন কিছু সংযোজন করা হয়। সে হিসাবে এবারের মেলায় মূল আকর্ষণ হচ্ছে। গত জুলাই -আগষ্টে গণ-আন্দোলনে ছাত্র -জনতার যে আত্মত্যাগ সেটা সামনে রেখে মেলা সাজানো হবে। শহীদদের প্রতি সন্মান জানাতে মেলা প্রাঙ্গণে শহীদ আবু সাঈদ কর্নার ও মীর মুগ্ধ কর্নার নামে দুটি কর্নার থাকবে। একই সঙ্গে যুবকদের জন্য একটি যুবক (ইয়ুথ) প্যাভিলিয়ন থাকবে। মেলায় ছোট-বড় মিলিয়ে প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৬২টি। মেলায় প্যাভিলিয়ন ও স্টল,হোটেল, রেস্তোরাঁর কাজ ঢিমেতালে চলছে। কাজের অগ্রগতি ৩০ ভাগ। আর ১০ দিন পরই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক বানিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
এবছর মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে 
জানিয়ে তিনি আরো বলেন,এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। ই- টিকেটিং হলে দর্শনার্থীরা মোবাইলে কিউআর কোড দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবে। 
গত বছরের মতো এ বছরও মেলায় প্রবেশ মূল্য, প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা  আর অপ্রাপ্তবয়স্কদের জন্য ২৫ টাকা থাকছে। মেলায় দর্শনার্থীদের জন্য গত বছরের মতো এবারও স্পেশাল বিআরটিসির দ্বিতল ও ড্রাবল ডেকার বাস থাকছে। কুড়িল-বিশ্বরোড থেকে পূর্বাচল মেলা প্রাঙ্গণে ভাড়া থাকছে ৩৫ টাকা। গাড়ি পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।তা-ছাড়া নদী পথে ট্রলার যোগে মেলায় আাসার ব্যবস্হা রয়েছে। 
#############

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © সংবাদ সংগ্রাম ২০২৪
Theme Customized By Shakil IT Park