ফয়সাল কবির জাকির
স্টাপ রিপোর্টারঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।আজ সোমবার বেলা ১ টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি গাড়ি ( ঢাকা মেট্রো ব ১৫-৮৩-৫৯) মধুখালী উপজেলার মাঝকান্দি নামক স্থানে আসলে শ্রাবনী কনষ্ট্রাকশন লিমিটেড এর (ঢাকা মেট্রো শ ১১- ৩৯-২৫) গাড়ির সাথে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের হেল্পার ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় ৭ জন। নিহত ব্যাক্তির নাম
মো: মিলন (২৫) তিনি ফরিদপুর পৌরসভার টেপাখোলার বাসিন্দা।
এ সময় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক সমীর নন্দী জানান,বেলা আনুমানিক একটার দিকে এ সড়ক দূঘটনাটি ঘটে। এ সময় বাসের হেল্পার ঘটনাস্থলেই নিহত হয় ও শ্রাবনী কনষ্ট্রাকশনের ড্রাইভার মো ইসমাইল (৪৫) গুরুতর আহত হয় তাকেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ইসমাইলের বাড়ি সদর উপজেলার গোল
ডাঙ্গিরচর এ সংবাদ লেখা পর্যন্ত অনন্যদের পরিচয় এখনো পাওয়া সম্ভব হয়নি।