রিপোর্টঃ হোসাইনুর রহমান।
এই ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করছে এলাকাবাসী। এই ঘটনায় যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানান তারা।
ঘটনা সূত্রে জানা যায়, রাহি খাতুনের কানের দুলের জন্য তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয় এবং হাত - পা বেঁধে পুকুরের পানিতে ফেলে দেয়।
এই ঘটনায় জনি (২২ ) নামে একজনকে গ্ৰেফতার করছে আশাশুনি থানা পুলিশ।
অনেকের অভিযোগ, জনি (২২) একটি বখাটে ছেলে এবং সে নেশা - পানি করে বেড়ায় এবং নানা অপকর্মের সাথে জড়িত আছে জানা যায়।
এলাকাবাসীরা বলেন, এমন নেক্কার ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি এই প্রথম ঘটেছে আর এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং তারা বলেন এমন ভাবে আর কোনো রাহি খাতুরে মতো আর কাউকে মরতে না হয় এবং আর কোনো বাবা মায়ের বুক খালি না হয় সেই আশা করেন এলাকাবাসী। সেই সাথে ঘটনায় জড়িত থাকা জনি (২২) এর সঠিক বিচার চাই।
সাতক্ষীরায় জেলার ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মোঃ ইমরান হোসেন বলেন, এই ঘটনার সঠিক তদন্ত করে যারা এর সাথে জড়িত আছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেয়া হয় ।