।
নিজস্ব প্রতিনিধি।
গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক মুক্ত আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে , মহানগর বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফিরোজ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব শওকত হোসেন সরকার , বক্তব্যের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন। আপনারা দুর্দিনের বিএনপি পাশে ছিলেন এবং সব সময় থাকবেন এই প্রত্যাশা করি । বিএনপিতে কোন দুর্নীতিবাজ জুলুমকারীর স্থান নেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এত অসুস্থতার মধ্যেও দেশ ত্যাগ করেননি, নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি। অথচ
দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা বিগত ১৭ বছরে দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। প্রধান অতিথি আরও বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গাজীপুর মহানগর বিএনপি অতীতের চাইতেও বেশী শক্তিশালী।
২৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ জহিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সালাম, সাবেক যুগ্ম-সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি ও সাবেক সভাপতি, সদর মেট্রো থানা বিএনপি’। রায়হান আল মাহমুদ রানা সভাপতি মুক্তিযোদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি।
মোস্তফা নিনা সহ-সভাপতি সদর মেট্রো থানা বিএনপি ও সাবেক জিএস। আমীর হোসেন সাবেক সভাপতি, ২৯নং ওয়ার্ড বিএনপি। মামুনুর রশীদ সাবেক সাধারণ সম্পাদক, ২৯নং ওয়ার্ড বিএনপি
আফজাল হোসেন বাবু,যুবদল নেতা ২৯ নং ওয়ার্ড গাজীপুর মহানগর